এক হাজার টাকার মালিক হোন সহজেই

মজার সবকিছু December 25, 2016 1,671
এক হাজার টাকার মালিক হোন সহজেই

এক হাজার টাকা পেলে কার না মন ভালো হয়ে যায়? আজকে জেনে নিন, কীভাবে সহজেই এক হাজার টাকা পেতে পারেন। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করেই হয়ে যান এক হাজার টাকার মালিক। তো জানা যাক কীভাবে হবেন এক হাজার টাকার মালিক।


ধাপ-১ :চুল কাটা বন্ধ করে দিন। এভাবে প্রতি মাসে বাঁচল ৫০ টাকা।


ধাপ-২ :রিকশায় ওঠা বন্ধ করে পায়ে হাঁটার অভ্যাস করুন। তাহলে বাঁচবে প্রতি সপ্তাহে ১০০ টাকা, অন্ততপক্ষে।


ধাপ-৩ :ফেসবুক, ইন্টারনেট চালানো বন্ধ করে দিন। তাহলে অবশ্যই মাসে বাঁচবে ৫০০ টাকা। যা আপনি ইন্টারনেট প্রোভাইডারদের দিতেন।


ধাপ-৪ :পড়াশোনার বইগুলো কেজি দরে বিক্রি করে দিন। বছরে একদিনও যখন বইগুলো ধরেন না, তখন আর তা রেখে লাভ কী? কেজি দরে বিক্রি করে ১০০ টাকা হলেও তো পাবেন?


ধাপ-৫ :পড়াশোনার বই বিক্রি করায় যদি আপনার বাবা-মা রেগে গিয়ে আপনাকে রিকশা কিনেই দেয়, তবে তা নিয়েই নেমে পড়ুন রাস্তায়। প্রতি এক ঘণ্টায় ৫০০ টাকা করে নিশ্চিত ইনকাম। আয় কিন্তু ১০০০-এর বেশিই হয়ে গেল! এবার রিকশার সিটে বসে খালি ডায়লগ ছাড়বেন—যামু না, যামু না!