"আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। মুক্তিপণ দিতে হইব তিরিশ লাখ ট্যাকা "

মজার সবকিছু December 25, 2016 1,526
"আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। মুক্তিপণ দিতে হইব তিরিশ লাখ ট্যাকা "

"হ্যালো, কামালের আব্বা? "

.

"হুম।"

.

"আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। মুক্তিপণ

দিতে হইব তিরিশ লাখ ট্যাকা "

.

"আলহামদুলিল্লাহ। ওই অপদার্থরে কিডন্যাপ

করার কী দরকার। মাথা গোবর ছাড়া কিছু নাই।

মেরে ফেলেন।আমিও রেহাই পাব "

.

"ওই আমি সত্যিই কিডন্যাপার। মজা করছি না"

.

"ওই আমড়া কাঠের ঢেকিরে মাইরা ফালাও ভাই।

এমনিতেই ওর হাতখরচ আর ফিস দিতে দিতে

আমি

ফকির।"

.

"একটাই তো পোলা। মাইরা দিমু কিন্তু"

.

"দরকার নাই। এখনো শরীরে বহুত জোর

আছে। একটা গেলে আরেকটা হইব।

প্রয়োজনে কলিকাতা হারবাল যাব।"

.

"ভাই, খোদার কসম মাইরা ফালামু "

.

"মেরে ফালান ভাই। আমিই মেরে ফেলতাম।

কিন্তু পুলিশ কেইস হয়ে যেত। আপনে মারলে

আমি কেইস করব না।"

.

"হাড্ডি গুড্ডি আলাদা করুম কিন্তু? কষ্ট

পাইবেন।

.

"ওর হাত আমি অলরেডি ৬ বার ভাংছি। পা দুই

বার। ওকে

গুলি করতে গেছিলাম কিন্তু ওর মার জন্য বেচে

গেছে। "

.

"ভাই আপনার দোহায় লাগি। মুক্তিপণ দশ লাখ।

আপনার

পোলারে নিয়া যান "

.

"বললাম তো মেরে ফেলেন। আপনার দোহায়

লাগি। দশ লাখ টাকা দিয়ে আমি আমার অনাগত

ছেলেকে মানুষ করব "

.

"আচ্ছা তাহলে ১ লাখ ট্যাকা দেন। ঐ ট্যাকা দিয়ে

তো কিছু হইব না। "

.

"হায় আল্লাহ। কী বলেন? ওই পোলার

পড়াশোনার টাকার জন্য প্রতিদিন হেটে যেতাম।

এখন একটা মোটর সাইকেল কিনব "

.

"ভাই, পঞ্চাশ হাজার তো দেন? সি এন জি ঠিক

কইরা

দিয়া পাঠাইতেসি "

.

"আমার বাড়ির গরুটা মারা গেছে। গরু কিনব। তবুও

"ওই

গরু " পুষতে রাজি না "

.

"ওই আংকেল, এত কষ্ট কইরা কিডন্যাপ

কইরালাম।

এক হাজার টাকা তো দেন। পিলিজ। না হলে আমি

বিষ

কিনুম "

.

"ওর মায়ের জন্য অনেকদিন শাড়ি কিনি নাই তাই

শাড়ি

কিনুম "

.

"১০০ টা টাকা দেন। সি এন জি ভাড়া। আপনার

ছেলেটারে পাঠায় "

.

"তুমি করছ, তুমিই পাঠাও। পারুম না। "

.

অতঃপর কিডন্যাপার সুইসাইড করিল