অতঃপর মিলন হবেই

ভালোবাসার গল্প December 23, 2016 5,048
অতঃপর মিলন হবেই

ফেসবুক login করে দেখে একটি মেয়ে

আইডি থেকে রিকোয়েস্ট আসছে নাম `` নওরিন জাহান তন্নি" । হিমেল অনেক দেখে সব কিছু চেক করে

তারপরে রিকোয়েস্ট এক্সেপ্ট করলো। তারপরে

চলে গেল সে তার গল্প লিখার কাজে। হঠাৎ সেই আইডি

থেকে মেসেজ আসল

:- এত ভাব নেন কেন আপনি?(তন্নি)

:- কিসের ভাব নিলাম আমি?(হিমেল)

:- এই যে প্রায় ৫ ঘন্টা হল রিকোয়েস্ট ঝুলাই

রাখছিলেন।

:- তা কি হয়েছে?

:- আপনি যানেন আমি কাউকে রিকোয়েস্ট পাঠাই

না। আর কোন ছেলে কে পাঠালে ১ সেকেন্ড লাগে

না এক্সেপ্ট করতে।

:- আপনি মনে হয় একটি ভ্রমের মধ্য আছেন

:- কি!

:- সব ছেলেরাই এক রকম না। আর আমি বেশি কথা

পছন্দ করি না। বাই গল্প লিখব

:- আরে কোথায় যাচ্ছেন?

কিন্তু হিমেল তা সিন না করে গল্পে চলে গেল।

গল্প পোস্ট করে ফেবু থেকে বেড় হয়ে এল।

পরের দিন সকালে ফেসবুকে ঢুকে দেখে ৫২ টা

মেসেজ। গিয়ে দেখে সব গুলা ঐ মেয়ে দিয়েছে।শেষ মেসেজ এ ছিল

:- SORRY (তার পর হিমেল উওর দিল)

:- It's ok

:- ধন্যবাদ

:- হুম

:- কি করেন?

:- গল্প লিখব

:- গল্প ছাড়া কিছুই বুঝেন না নাকি?

:- না। এখন রাখি বাই।

এই ভাবে চলতে চলতে অনেকদিন কেটে গেল।। প্রতিদিন হিমেল ফেবুতে ঢুকলেই প্রায় অনেক মেসেজ পেত তন্নির।আর তাদের মধ্যে প্রায় কথা হত।।।

একদিন সকালে গল্প লিখে হিমেল ফ্রেস হয়ে ভার্সিটির উদ্দেশ্যে

যাবে এমন সময় একটি ফোন

:- হ্যালো কে?

:- তুমি কি হিমেল?

:- হুম আমিই নাসির হোসেন হিমেল। কেন?

:- চিনতে পারছো আমাকে?

:- না। নিজে কেই ঠিক মত চিনি না আর আপনাকে চিনে কি হবে?

:- তাই নাকি! আমি নওরিন জাহান তন্নি। এখন চিনছো? :- ও।।আপনি আমার নাম্বার কই পাইলেন?

:- তোমার বোনের কাছে থেকে নিয়েছি।

:- কি? কেন নিয়েছেন আমার নাম্বার?আর আপনি আমাকে তুমি বলছেন কেন?

:- বেশি বকবক করবে না। আমি তোমাকে ভালবাসি

:- কি বলছেন এইসব? আপনি পাগল নাকি?

:- হুম তোমার প্রেমে।।আচ্ছা এখন রাখি

:-............ (আর কোন উওর দেয় নি হিমেল)

হিমেল তার কথা তেমন গুরুত্ব না দিয়ে ভার্সিটিতে

গেল। কিন্তু একটু পরেই আবার ফোন

:- এই শোন কোন মেয়ের দিকে তাকাবা না।

:- আজব মেয়ে তো আপনি! আর কেন তাকাবো না?

:- কারন তোমাকে দেখলে ওরা প্রেমের প্রস্তাব

দিবে তাই।

:- আরে আপনি কি আমারে জ্বলানো বাদ দিবেন? আর আমি সব মেয়ের দিকে তাকাবো। তাতে আপনার কি?

:- বলছিনা তাকাবে না। :- কেনো?

:- কারণ আমি তোমাকে ভালবাসি।আর আমি তোমাকে কারো হতে দিব না। তাই

:-এই মেয়ে তুমি নিজেরে কি মনে কর হ্যাঁ। আমি

তোমারে ভালবাসি না। আর কয়বার বুঝাতে হবে তোমাকে? আর আমাকে বিরক্ত করবা

না। আর যদি কর তাহলে সোজা blacklist এ ফেলাই দিব।(একটু গরম হয়ে কথাটা বলল হিমেল)

:- (ওই পাশ থেকে আর কোন সাড়া নেই।)

:- আচ্ছা। iam sorry..bye এই বলে কল কেটে দিল তন্নি।।

তারপর এইসব কিছুতে মন না দিয়ে হিমেল ভার্সিটিতে তার ক্লাস শেষ করল।।ভার্সিটি থেকে ফিরে সে ফেসবুকে ঢুকেছে কিন্তু অন্য

দিনের মত আজ কোন মেসেজ নাই। হিমেল একটা গল্প লিখে পোস্ট করল। কিন্তু তাও কোন মেসেজ

আসলো না।।তখন সে তন্নির আইডিতে ঢুকে দেখে যে তন্নির আইডি ডিএক্টিভ।

।।।

আজ প্রায় ২ দিন হয়ে এল তন্নি তাকে আর কোন ফোনও

দিল না। এবার হিমেলের খুব খারাপ লাগছে। আগে ফেবুতে ঢুকলেই যে মেয়েটার প্রায় ২০টার উপরে মেসেজ থাকতো আর এখন প্রাই ২দিন ধরে কোন সাড়া নেই তার।। এইসব হয়তো সেই দিনের কথার জন্য হয়েছে।।তন্নি বোধ হয় খুব কষ্ট পেয়েছে।।।

এখন কেমন যানি লাগছে হিমেলের।। যে মেয়ে তাকে সবসময় ভালোবাসি বলে ডিস্টার্ব করতো আজ তার কোন সাড়া না পেয়ে কেন জানি খুব খারাপ লাগছে হিমেলের।। তার মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে গেছে তার জীবন থেকে।। তাই আজ সে নিজেই

তন্নির নাম্বারে ফোন দেয়

:- হ্যালো(হিমেল)

:- হুম।(তন্নি)

:- আসলে সেই দিনের কথার জন্য সরি।

:- তুমি কেন সরি বলবা। দোষ তো আমার।

তোমার মনের ওপর আমি জোর করেছি। তোমাকে বার বার ভালবাসি বলে ডিস্টার্ব করেছি। দোষ তো আমার। তাই iam sorry :- আচ্ছা বাদ দেন ওইসব কেমন আছেন?

:- ভাল তুমি।। আর তুমি আমকে আপনি করে বলছ কেন? আমাকে তুমি করে ডাকো।

:- ok..এতদিন ভাল ছিলাম না কিন্তু এখন ভাল আছি।

:- কেন কি হয়েছিল?

:- একটা জিনিস হারানোর ব্যাথা হচ্ছিল। এখন

সেটা পেয়ে গেছি

:- কি পেয়েছেন যে।

:- তোমাকে। আসলে তোমাকে সেইদিন কথা গুলা বলার

পরে আমি ঠিক মত খাইতে পারি নি। শুধু একটা

কিছু মিসিং মনে হচ্ছিল। but আজ মনে হচ্ছে সেটা পেয়ে গেছি।। আই লাভ ইউ তন্নি।

:- সত্যি হিমেল?

:- হ্যাঁ সত্যি।

:- তিন সত্যি বল।

:- সত্যি সত্যি সত্যি।

:- হুম এখন ঠিক আছে।। আচ্ছা তাহলে কাল কি আমার সাথে একটু দেখা করতে পারবা?

:- হুম কোথায় আসতে হবে বল।

:- রমনা পার্কে লেকের পারে।

:- ওকে বিকাল ৪ টায় আসিও।

:- হুম।।তুমি নিল শাড়ী পরে আসবা কিন্তু

:- আচ্ছা আর তুমি হলুদ পাঞ্জাবি পড়ে আসবা

:- আচ্ছা বাই।

পরের দিন হিমেল বসে আছে রমনা পার