তোমায় ছুঁয়ে দিলাম

ভালোবাসার গল্প November 13, 2018 25,400
তোমায় ছুঁয়ে দিলাম

চোখটা মেলে দেখ তুমি,

আমি আছি দাড়িয়ে

তোমায় ছুঁয়ে দিলাম কথা যাবোনা

হাতটা আমার ধরো আবার,

দিয়েছি বাড়িয়ে

জরিয়ে হাত রাখবো আমি,

দেবো না আর ছাড়িয়ে,,,

অভিমানে কেন যে আজ ভালোবাসার

শেষটা টানছো,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এমন

কেনো করছো,

কাছে এনে আমায় ফিরিয়ে দিচ্ছ,,,

এমন কেনো করছো

পাশে রবে বলে চলে যাচ্ছ

এমন কেনো করছো

কাঁদিয়ে আমায় নিজে কি সুখ পাচ্ছ,,