সবচেয়ে পাতলা কনভার্টিবল ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 23, 2016 1,123
সবচেয়ে পাতলা কনভার্টিবল ল্যাপটপ

বিশ্বের সবচেয়ে পাতলা কনভার্টিবল ল্যাপটপ বাজারে ছাড়লো এসার। মডেল এসার স্পিন ৭। ভারতের বাজারে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির ওজন ১.২ কিলোগ্রাম। এর পুরুত্ব ১০.৯৮ মিলিমিটার।


ল্যাপটপটিতে আছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।


উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম। এতে আছে ২৫৬ জিবি সাটা ৩ এসএসডি ড্রাইভ। আরও আছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। এতে দুইটি ইউএসবি টাইপ সি পোর্টস রয়েছে। আছে ব্যাক লিট কিবোর্ড এবং এইডি ক্যামেরা।


ল্যাপটপটিতে ওয়াইড গ্লাস টাচপ্যাড ব্যবহৃত হয়েছে। এতে মেমোরি কার্ড রিডার, ওয়াইয়াই এবং ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে। এর ব্যাটারিতে ব্যবহৃত হয়েছে ৪ সেলের ২৭৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।


ভারতের বাজারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে ১ লাখ ৯ হাজার রুপিতে।