বাসায় থাকা তাবিজ কোথায় ফেলতে হবে?

ইসলামিক শিক্ষা December 23, 2016 1,189
বাসায় থাকা তাবিজ কোথায় ফেলতে হবে?

প্রশ্ন : আমার বাসায় অনেকগুলো তাবিজ আছে। সেগুলো কোথায় ফেলব?


উত্তর : তাবিজগুলো খুলে আপনি পানিতে ফেলে দিতে পারেন অথবা আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। দুটিই জায়েজ।


তাবিজগুলো খুলে ফেলতে হবে, যেহেতু তাবিজ রাখা বা তাবিজ ঝোলানোর ব্যাপারে রাসূল (সা.) স্পষ্ট করে শিরক বলেছেন।


সুতরাং যাঁরা এই শিরকি কাজের মধ্যে লিপ্ত আছেন, তাঁদের যত দ্রুত সম্ভব তাবিজ থেকে নিজেকে মুক্ত করে নিতে হবে।


শিরক থেকে মুক্ত হতে হবে এবং এগুলো খুলে যথাসম্ভব ধ্বংস করে দিতে হবে। নষ্ট করে ফেলতে হবে।


তাবিজ থেকে কাগজটা খুলে পানিতে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মাটিতেও পুঁতে ফেলতে পারেন। তাহলেও মাটি এগুলো খেয়ে ফেলবে।