প্রশ্ন : সাবান বা কসমেটিকজাতীয় পণ্যে হালাল লেখা না থাকলেই কি তা হারাম হবে?
উত্তর : না, দেশী, বিদেশী সাবান বা অন্য কোনো পণ্যে হালাল লেখা না থাকলেই তা হারাম বলা যাবে না। তবে কোনো পণ্যের উপাদান সামগ্রীতে হারাম বস্তুর নাম লেখা থাকলে এবং তার অস্তিত্ব বাকি থাকলেই তা হারাম হিসেবে ধরা হবে, অন্যথায় নয়।
তাই কেবল সন্দেহের কারণে হালাল লেখা না থাকলেই তা ব্যবহার হারাম, এমনটি বলা যায় না। তবে সন্দেহযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বেঁচে থাকাই উত্তম।
[রাদ্দুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৩১৬; ফাতাওয়া মাহমুদিয়া, খণ্ড : ৫, পৃষ্ঠা : ১৮৩; ফাতাওয়া রহিমিয়্যা, খণ্ড : ৬, পৃষ্ঠা : ২৭৭]
সূত্রঃ দৈনিক যুগান্তর