‘স্বপ্ন’ সম্পর্কিত চমকপ্রদ ১০টি তথ্য!

জানা অজানা December 23, 2016 2,238
‘স্বপ্ন’ সম্পর্কিত চমকপ্রদ ১০টি তথ্য!

স্বপ্ন হল আমাদের জীবনের একটি রহস্যজনক ও মজাদার একটি বিষয়৷ আমরা সকলেই এই নিয়ে কমবেশি কৌতুহলী৷ স্বপ্নকে ঘিরে যেমন আমাদের নিজের অভিজ্ঞতা রয়েছে তেমনই আবার রয়েছে নানা কুসংস্কারও৷


কেউ কেউ বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়৷ অনেকে আবার মন থেকে বিশ্বাস না করলেও কেন যেন তাদের মন মানতে চায় না৷ তবে ভালো স্বপ্ন দেখতে কিন্তু সবাই ভালোবাসে। কিন্তু স্বপ্ন নিয়ে চমকপ্রদ কিছু তথ্য আছে।


সেই তথ্যগুলো কি আপনারা জানেন! যদি না জানেন তাহলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন-


১) আমরা আমাদের স্বপ্নের ৯০ শতাংশই ভুলে যাই৷


২) দৃষ্টিহীন ব্যাক্তিরাও স্বপ্ন দেখতে সক্ষম৷ শোনা যায়, যারা জন্মগতভাবে দৃষ্টিহীন তাঁরাও স্বপ্ন দেখেন৷


৩) সকলেই স্বপ্ন দেখে৷ তবে কারও খুব জটিল মানসিক সমস্যা থাকে, তা অবশ্যই ব্যতিক্রম৷


৪) আমরা আমাদের স্বপ্নে এমন মানুষকেই দেখতে পাই যাদের আমরা চিনি৷ যাঁরা অন্তত মুখ-চেনা৷ আমরা ঘুম থেকে উঠে তাঁদের নাম অবশ্য অনেক সময় মনে করতে পারি না৷


৫) পূর্বে এক গবেষণা অনুযায়ী বলা হয়েছিল, আমাদের স্বপ্ন সাদা-কালো৷ কিন্তু পরবর্তীকালে জানা যায়, বেশিরভাগ অংশ সাদা-কালো হলেও, কিছুটা রঙিন, আর টেলিভিশনের রঙিন পর্দার প্রভাব যে তার পেছনে রয়েছে, এমনটাও মনে করা হয়৷


৬) স্বপ্ন বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রতীকি৷


৭) আমাদের স্বপ্নে বেশিরভাগই কিন্তু দুশ্চিন্তা বা উত্তেজনার অভিব্যক্তি ধরা পড়ে৷ নেগেটিভ ইমোশন কিন্তু স্বপ্নে অনেকবেশি সক্রিয় পজিটিভ ইমোশনের থেকে৷


৮) আমরা প্রতি রাতে দু’ঘন্টা স্বপ্নে ব্যয় করি, যেখানে গড়ে ৪ থেকে ৭টা স্বপ্ন দেখা সম্ভব৷


৯) আশ্চর্যের বিষয় পশুরাও কিন্তু স্বপ্ন দেখে৷ একটি ঘুমন্ত কুকুরের অঙ্গভঙ্গি আপনাকে কিছুটা ধারণা দেবে এ সম্পর্কে৷


১০) ছেলে ও মেয়েদের স্বপ্ন আলাদা আলাদা ধরনের হয়৷ ছেলেরা একটু বেশিই অ্যাগ্রেসিভ স্বপ্ন দেখে থাকে৷ তবে কেউ যদি ঘুমনোর সময় নাক ডাকে, তাহলে ধরে নিতে হবে সে সেই সময় কোনও স্বপ্ন দেখছে না, কারণ তা সম্ভব নয়৷