আজ রাতটা বড়, কী করবেন

মজার সবকিছু December 22, 2016 1,502
আজ রাতটা বড়, কী করবেন

আপনি জানেন আজ ২২ ডিসেম্বর। বছরের সবচেয়ে বড় রাত? আসুন জেনে নিই এই বড় রাতে কী করবেন।


ফেসবুক লাইভে আসুন


আজ রাতে ফেসবুক লাইভে আসুন। ফেসবুক লাইভে না এলে মান-সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আপনি প্রচণ্ড ব্যস্ততার দরুন লাইভে আসতে পারছেন না। অথচ সবাই মনে করে আপনার চেহারা সুন্দর না বা লাইভ অপশন পাননি কিংবা স্মার্টফোন চালানোর মতো স্মার্ট হননি বলে লাইভে আসছেন না। এবার সারা রাত লাইভে থেকে সবাইকে দেখিয়ে দিন।


বিয়ে করে ফেলুন


আজ ২২ ডিসেম্বর। আপনি বিয়ে করলে বছরের সবচেয়ে বড় রাত হবে আপনার বাসর রাত। মনের যত কথা আছে সব বলতে পারবেন। সব কথা পূর্বে বলা হয়ে থাকলে রিভিশন দিতে পারেন।


ফেসবুক বন্ধুদের সঙ্গে আলাপ জমাতে পারেন


ব্যস্ততার দরুন ফেসবুকে হাজার হাজার বন্ধুর সঙ্গে কথা বলা হয়ে ওঠে না। যেহেতু বড় রাত, একে একে সবার সঙ্গে আলাপ সেরে নিতে পারেন।


বন্ধুর ছবিতে লাইক দিয়ে রাত কাটাতে পারেন


সবার লিস্টে এমন বন্ধু আছে যে কাঁচাবাজারে গেলেও কয়েকশ ছবি সেলফি ওঠে এবং সবগুলো ফেসবুকে আপলোড দেয়। আপনি আবার সে ছবিতে লাইক দেন না বলে কিঞ্চিত অভিমান করে আছে। বন্ধুর অভিমান ভাঙানোর মোক্ষম সুযোগ এই ২২ ডিসেম্বর। বড় রাত। সারা রাত ভরে বন্ধুর সেলফিতে লাইক দিন।


সূত্রঃ এনটিভি অনলাইন