সিমের ধাক্কা লাগেনি ইন্টারনেটে

BTRC News December 21, 2016 1,957
সিমের ধাক্কা লাগেনি ইন্টারনেটে

বায়োমেট্টিকের প্রভাবে বড় ধাক্কা খেয়েছে মোবাইল ফোনের সক্রিয় সিম। এতে শুরুতে ইন্টারনেট সংযোগের সংখ্যায় একটু হেরফের হলেও বছরের শেষের দিকে ডেটা ব্যবহারে চমকই দেখা গেছে।


সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ বাধ্যতামূলকের নতুন পদ্ধতি চালুর পর প্রতি মাসে যেখানে দফায় দফায় কার্যকর সিম সংখ্যা কমেছে, সেখানে মোবাইল ইন্টারনেট সংযোগ বৃদ্ধিকে বিস্ময়ের দৃষ্টিতে দেখছে খোদ অপারেটররাও।


মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা বলছেন, ডিজিটাইজশনের পথে এগিয়ে যাওয়ার বড় একটি প্রমান এটি। সেদিন হয়ত আর বেশি দূরে নয়, যখন দেশে ইন্টারনেট সংযোগবিহীন একটা সিমও থাকবে না।




টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, এ সময় পর্যন্ত দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা ছয় কোটি ৬৮ লাখ ৬২ হাজার। এর মধ্যে ৯৪ দশমিক ১৮ শতাংশই মোবাইল ইন্টারনেট।


এর বাইরে এ সময়ে দেশে ফিক্সড ইন্টারনেট সংযোগ বেড়ে হয়েছে ৩৭ লাখ ৯৪ হাজার। ওয়াইম্যাক্স সংযোগ আছে এক লাখ।


২০১৫ সালের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ সময়ে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি ২৭ লাখ ৪২ হাজার। গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধির হার ২২ দশমিক ৩৩ শতাংশ।


পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে নতুন ইন্টারনেট সংযোগ বেড়েছিল এক কোটি চার লাখ ১৬ হাজার। ২০১৪ সালের প্রথম নয় মাসে সংযোগ বেড়েছিল মাত্র ৬৪ লাখ ৯১ হাজার।


চলতি বছর আলোচিত সময়ে ফিক্সড ইন্টারনেট সংযোগ বেড়েছে ১২ লাখ ৭৬ হাজার। মোট সংযোগের সঙ্গে তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৫০ শতাংশ।


অন্যদিকে এক লাখ ৪৮ হাজার সংযোগ নিয়ে বছর শুরু করেছিল ওয়াইম্যাক্স। তবে নয় মাসে গ্রাহক কমেছে ৪৮ হাজার।


ইন্টারনেট সংযোগ বৃদ্ধির বিষয়কে একটু ভিন্নভাবেই দেখছেন মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের সাবেক সভাপতি আবু সাঈদ খান। তিনি বলেন, যেভাবে প্রযুক্তিখাত বেড়ে উঠছে তাকে কোনো অবস্থাতেই সুষম বৃদ্ধি বলা চলে না।


তার মতে, দেশে মেট্টো নেটওয়ার্ক বলে কিছু নেই। এমনকি ঢাকা শহরের সব জায়গাতেও গ্রাহকরা ইন্টারনেটের সমান সুবিধা পান না। ফলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দেশের মধ্যেই বড় ধরণের বৈষম্য সৃস্টি হচ্ছে।



-টেকনগর