**সিগারেটের সাক্ষাৎকার**

মজার সবকিছু December 21, 2016 1,858
**সিগারেটের সাক্ষাৎকার**

**সিগারেটের সাক্ষাৎকার**


- আপনার নাম?

= সিগারেট।

- আপনার জন্মস্থান কোথায়?

= ১৮৮৩সালে কিউবার রাজধানী হাভানায় আমার জন্ম।

- আপনার শরীরে কি রয়েছে?

= মৃত্যু বীজ তামাক।

- আপনার কর্মস্থল কোথায়?

= মানব দেহে।

- আপনার দায়িত্ব কি?

= পরিবেশ দূষণ করা, মানব দেহে মরনঘাতি রোগ সৃষ্টি করা।

- আপনার স্বপ্ন কি?

= যুব সমাজকে ধ্বংস করা।

- আপনার প্রিয় ব্যক্তি ও বস্তু কি? = ধুমপায়ী ও দিয়াশলাই।

- আপনি কখন রেগে যান?

= যখন টয়লেটে বসে আমাকে পান করে।

সিগারেট বলে কি মান -সম্মান নেই? - কখন খুশি হন্?

= আমার গায়ে মুল্যবান সতর্কবাণী দেখেও যখন সুখটান দেওয়া হয়। - ভবিষ্যৎ পরিকল্পনা কি?কি?

= ধীরে ধীরে গাঁজা, হেরোইন, মদ, ইয়াবায় আসক্ত করে তোলা।

- আপনার প্রিয় সময় কোনটি?

= যখন আমার মুখে আগুন দিয়ে পাছায় সুখটান দেয়া হয়।

- নিজেকে কি মনে করেন?

= আজরাইল মনে করি। কারন মরনের টিকেটতো আমিই ধরিয়ে দিই।

- পাঠকের উদ্দেশ্যে কিছু বলুন? = বেশী বেশী ধুমপান করে অতি তাড়াতাড়ি কবরের ভিসা নিন। নিজে ধ্বংস হয়ে অপরকে ধ্বংস করুন। মৃত্যুর আগে যক্ষ্মা, ক্যান্সার, হ্রদরোগে

আক্রান্তহয়ে সুন্দর পৃথিবী ত্যাগ করুন.........