ইবাদত কবুল হচ্ছে কি না, বুঝব কী করে?

ইসলামিক শিক্ষা December 20, 2016 1,577
ইবাদত কবুল হচ্ছে কি না, বুঝব কী করে?

প্রশ্ন : ইবাদত কবুল হচ্ছে কি না, সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে?


উত্তর : হ্যাঁ, ইবাদত কবুল হচ্ছে কি না, সেটা বোঝার উপায় আছে। সেটা হচ্ছে, ইবাদতের জন্য আল্লাহর বান্দা তৌফিক লাভ করবেন, তার ইবাদত যদি কবুল হয়। অর্থাৎ তিনি সত্যিকারভাবে ইবাদত করতে পারবেন এবং ইবাদতে আনন্দ পাবেন। এশার সালাত আদায় করে তিনি ফজরের সালাত আদায় করতে পারবেন। ফজরের সালাত আদায় করে তিনি জোহরের সালাত আদায় করতে পারবেন।


ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ রয়েছে, এর মধ্যে একটা উপলব্ধি রয়েছে, এর মধ্যে একটা আন্তরিকতা রয়েছে, তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে। এ ছাড়া আহলুত তাহকিকগন আরো অনেক দিক উল্লেখ করেছেন। সেগুলো বিস্তারিত আলোচ্য বিষয়।