: জেনারেল ইলেকট্রিক নতুন ভয়েস নিয়ন্ত্রিত এলইডি স্মার্ট ল্যাম্প তৈরি করেছে যা আপনার কথা শুনতে পারে ও কথা বলতে পাবে। অনেকটা অ্যামাজন ইকোর মতো। ইকোতে যেসব সুবিধা আছে তা থাকার পাশাপাশি বাড়তি হিসেবে আলোও দেয় এই স্মার্ট ল্যাম্প।
অ্যামাজনের কন্ঠ নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। অ্যালেক্সা ওয়েব সার্ভিস নামের এই প্রযুক্তি অবশ্য ২০১৫ সালে তৃতীয় পক্ষের ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জেনারেল ইলেকট্রিক সেই সুযোগটি নিয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে এটিই প্রথম লাইটিং ডিভাইস।
এখানেই শেষ নয়, ব্যবহারকারীরা ল্যাম্পটিকে গান চালানো, পিৎজা অর্ডার করা কিংবা সর্বশেষ খবর জানানোর জন্য বলতে পারবেন। ডিভাইসটিতে নিজস্ব স্পিকারও রয়েছে। তবে এটি ইকোর মতো ততোটা শক্তিশালী নয়।
পুরোপুরি ইকোর মতো না হলেও এটি ভয়েস কন্ট্রোলড ডিভাইস ইকোসিস্টেমকে শক্তিশালী করেছে। ২০১৭ সালের প্রথম দিকে এটি প্রি-অর্ডার করা যাবে। তবে দাম এখনও নির্ধারণ হয়নি। - টেকশহর