স্ত্রী মারা গেলে স্বামী কি তার চেহারা দেখতে পারবে?

ইসলামিক শিক্ষা December 18, 2016 2,372
স্ত্রী মারা গেলে স্বামী কি তার চেহারা দেখতে পারবে?

প্রশ্ন : স্ত্রী মারা গেলে স্বামী কি তার চেহারা দেখতে পারবে?


উত্তর : স্ত্রী মারা গেলে স্বামী তার চেহারা দেখতে পারবে, তবে তাকে স্পর্শ করতে এবং গোসল দিতে ফোকাহায়ে কেরাম নিষেধ করেছেন। স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে পারবে। স্পর্শ করতে পারবে। এমনকি গোসলও দিতে পারবে।


[আদ্দুররুল মুখতার, খণ্ড : ২, পৃষ্ঠা : ২৯৮]


সূত্রঃ দৈনিক যুগান্তর