কেয়ামতের দিন নারীদের জন্য সুপারিশ কে করবেন?

ইসলামিক শিক্ষা December 17, 2016 2,000
কেয়ামতের দিন নারীদের জন্য সুপারিশ কে করবেন?

প্রশ্ন : কেয়ামতের দিন নারীদের শাফায়াত (সুপারিশ) কে করবেন? নবীজি (সা.) নাকি ফাতিমা (রা.)?


উত্তর : কেয়ামতের সময় রাসুল (সা.) নারী-পুরুষ, সকল উম্মতের জন্য শাফায়াত করবেন। সেখানে শাফায়াতের জন্য কাউকে অনুমতি দেওয়া হলেই তিনি শাফায়াত করতে পারবেন। সেক্ষেত্রে মহিলাদের জন্য ফাতিমা (রা.) শাফায়াত করবেন মর্মে কোনো রেওয়ায়েত, কোনো বর্ণনা অথবা কোনো ধরনের বক্তব্য, কোথাও এসেছে বলে আমার জানা নেই।