দারুচিনিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা সব ধরনের দাগ দূর করে ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। আর এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদন সংক্রমণের জীবাণু ধ্বংস করে, ব্রণের সমাধান করে এবং মেছতার দাগও পুরোপুরি দূর করে।
দারুচিনি দিয়ে কীভাবে প্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে ধাপগুলো দেখে নিন।
প্রথম ধাপ
এই প্যাকের জন্য আধা চা চামচ দারুচিনির গুঁড়া লাগবে। তাই এক টুকরো দারুচিনি শিলপাটায় বেঁটে গুঁড়া করে নিন।
দ্বিতীয় ধাপ
এর মধ্যে আধা চা চামচ জয়ফল গুঁড়া দিন। আপনার ত্বক যদি স্পর্শকাতর হয়, তাহলে জয়ফল গুঁড়া ব্যবহার না করাই ভালো।
তৃতীয় ধাপ
এবার এর মধ্যে এক চা চামচ মধু দিয় কাঁটাচামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন এতে চার/পাঁচ ফোঁটা লেবুর রস দিয়ে দিন। আপনি চাইলে সামান্য দুধ মিশিয়ে নিতে পারেন।
চতুর্থ ধাপ
মুখ ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবার এই প্যাক লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
পঞ্চম ধাপ
শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ভিজিয়ে দুই মিনিট ম্যাসাজ করুন। এবার ভালো করে মুখ ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন।