প্রশ্ন : বিশ্ব ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতা পরিচিত-
উত্তর : উবের কাপ হিসেবে।
প্রশ্ন : 'স্প্যাশ' কথাটি ব্যবহৃত হয়-
উত্তর : ব্যাডমিন্টন খেলায়।
প্রশ্ন : দাবা খেলার উৎপত্তি-
উত্তর : ভারতে।
প্রশ্ন : দাবা খেলার আদিনাম-
উত্তর : চতুরঙ্গ।
প্রশ্ন : বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ূ-
উত্তর : নিয়াজ মোর্শেদ।
প্রশ্ন : বাংলাদেশের নামকরা নারী দাবাড়ূ-
উত্তর : রানী হামিদ।
প্রশ্ন : বিখ্যাত দাবাড়ূ গ্যারি কাসপারভ-
উত্তর : রাশিয়ার।
প্রশ্ন : বিশ্ব দাবার সর্বোচ্চ সংস্থা-
উত্তর : ফিদে।
প্রশ্ন : দাবায় সর্বোচ্চ খেতাব-
উত্তর : গ্র্যান্ডমাস্টার।
প্রশ্ন : কাবাডি খেলায় মাঠের পরিমাণ-
উত্তর : ১২.৫ মিটার বাই ১০ মিটার।
প্রশ্ন : কাবাডি খেলা সাফ গেমসে অন্তর্ভুক্ত হয়-
উত্তর : ১৯৮৫ সালে।
প্রশ্ন : লোনা, লবি শব্দ ব্যবহৃত হয়-
উত্তর : কাবাডি খেলায়।
প্রশ্ন : কাবাডি খেলার জন্যে সময়-
উত্তর : (২০+৫+২০) মিনিট।
প্রশ্ন : মুষ্টিযুদ্ধের (বক্সিং) উদ্ভাবক-
উত্তর : থিসিয়াস।
প্রশ্ন : বক্সিংয়ের 'দ্য গ্রেটেস্ট'-
উত্তর : মোহাম্মদ আলী।
প্রশ্ন : মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের বর্তমান নাম-
উত্তর : মালিক আব্দুল আজিজ।
প্রশ্ন : বক্সিং-এ 'দ্য কুইজেস্ট' বলা হয়-
উত্তর : মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে।