গোবর দিয়ে লেপা ঘর কি নাপাক?

ইসলামিক শিক্ষা December 15, 2016 3,630
গোবর দিয়ে লেপা ঘর কি নাপাক?

প্রশ্ন : যে জমিন বা ঘর-উঠান গোবর দ্বারা লেপা হয়েছে, তা কি নাপাক?


উত্তর : না। গোবর দ্বারা যদি লেপা হয়ে থাকে, সেটা নাপাক নয়। তবে স্বাভাবিকভাবে গোবর দিয়ে লেপার কাজটি মূলত আমরা মুসলিম যাঁরা আছি, আমরা করি না। কারণ, গোবরটাকে আমরা পবিত্র হিসেবে মনে করি না।


পবিত্র হিসেবে মনে করি না বলতে বোঝায়, এটাকে পবিত্রতার উপায় হিসেবে মনে করা হয় না। পবিত্রতার উপায় হিসেবে আমরা পানিকে ব্যবহার করে থাকি, আমাদের স্বাভাবিক রীতি অনুযায়ী।


কিন্তু যদি কেউ গোবর দিয়েও কোনো কিছু লেপে বা কোনো প্রয়োজনে ব্যবহার করে, তাহলে এটা নাজায়েজ নয়, নাপাক হবে না।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন