ত্বকের রুক্ষতা দূর করবে অ্যালোভেরা

রূপচর্চা/বিউটি-টিপস December 14, 2016 1,075
ত্বকের রুক্ষতা দূর করবে অ্যালোভেরা

শীতে ত্বক হয়ে যায় শুষ্ক ও প্রাণহীন। ত্বকের জৌলুস ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরার ফেসপ্যাক। সারারাত এটি লাগিয়ে রেখে পরদিন ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।


• জেনে নিন কীভাবে ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন....


ধাপ-১

কাঁচা দুধে তুলা ভিজিয়ে নিংড়ে নিন। ভেজা তুলা ত্বকে ঘষুন। ৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। এটি ময়লা দূর করার পাশাপাশি নরম ও কোমল করবে ত্বক।


ধাপ-২

ত্বক ভালো করে মুছে নিন। আরেক টুকরা তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে ঘষুন ধীরে ধীরে। প্রাকৃতিকভাবে ত্বক শুকাতে দিন। এটি টোনার হিসেবে চমৎকার।


ধাপ-৩

অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ফ্রিজে রাখুন ৫ মিনিট।


ধাপ-৪

অ্যালোভেরা জেলের সঙ্গে দুটি ভিটামিন-ই ক্যাপসুলের জেল মেশান। ভালো করে নেড়ে নিন।


ধাপ-৫

ত্বকের ধরন শুষ্ক হলে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মেশান অ্যালোভেরার মিশ্রণে। ত্বক তৈলাক্ত হলে মেশান টি ট্রি অয়েল।


ধাপ-৬

ফেসপ্যাকটি ত্বকে ঘষে ঘষে লাগান ২ থেকে ৫ মিনিট।


ধাপ-৭

সারারাত ত্বকে লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি। পরদিন সালে মাইল্ড ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।


ধাপ-৮

ত্বক মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।