মসজিদে প্রবেশের দু'আ : আরবী ও বাংলা

ইসলামিক শিক্ষা December 14, 2016 1,630
মসজিদে প্রবেশের দু'আ : আরবী ও বাংলা

-----------------

প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করুন তারপর পড়ুন।

(০১) আরবী উচ্চারণ==> বিসমিল্লাহী আসসালাতো আসসালামো আলা রসূলিল্লাহী।

অর্থঃ- নবী করীম (সাঃ)-কে সালাম।

.

(০২) আরবী উচ্চারণ==> আল্লাহুম্মাফ তাহলী আবওয়াবা রহমাতিক ।

অর্থঃ- হে আল্লাহ্! আমার জন্য আপনার রহমতের দ্বার খুলিয়া দিন।

.

টীকাঃ- হজ্বের সময় যখন হাজী সাহেবগণ রাসূলুল্লাহ (সাঃ)-কে ও সাহাবীগনকে সালাম দিতে দিতে যে বড় দরজা থেকে বাহির হয় ঐ দরজার নাম ""বাবুল বাকী"" এই দরজার উপরে মসজিদে প্রবেশের দু'আ টি লেখা আছে। রাসূলুল্লাহ (সাঃ)-কে সালাম না দিয়ে মসজিদে প্রবেশ করলে যতই রহমতের দু'আ চাও কবুল হবে না।


(সুনানে আবু দাউদ শরীফঃ-৪৬৫,খণ্ডঃ- ০১ ) ( তিরমিযী শরীফঃ- ৩১৪, খণ্ডঃ- ০২) (সুনানু নাসাঈ শরীফঃ- ৭৩০, খন্দঃ- ০১)


[আমরা অনেকেই এই সমস্ত দু'আ জানি না, যে সকল ভায়েরা জানেন তারা অন্যদের শেয়ার/Share শেখার সুযোগ করে দিন।]


(বিঃদ্রঃ- আল্লাহ্ আমাদেরকে সঠিক ভাবে সালাত আদায় করার তহফিক দান করুন,হুজুর পাক (ﷺ) এর ওসিলা করে এই দোয়া কবুল করুনঃ ।

আমীন! আমীন! আমীন!