প্রশ্ন : গ্রামের লোকেরা বলে থাকে, পিতা-মাতা এবং বড়দের ছায়া পাড়ানো আদবের খেলাপ। এ কথার কি কোনো ভিত্তি আছে?
উত্তর : ভিত্তি বলতে যদি বলেন, কোরআন এবং হাদিসের দলিল, তাহলে না। কোরআন এবং হাদিসের দলিল নেই। তবে এটা আদবের খেলাপ। গ্রামের একটা প্রচলন। এখন আপনি যদি বড়, বয়স্ক, মুরুব্বি দেখে দেখে সবার ছায়ায় পাড়া দেন, আর সবাই যদি দেখে আপনাকে, তাহলে বলবে যে, এই ছেলেটা বেয়াদব। আপনাকে লোকেরা বেয়াদব বলুক, কেন আপনি এ কথা শুনতে যাবেন!
ইচ্ছে করে যদি ছায়ায় পাড়া দেন, তাহলে এটা তো আদবের খেলাপ হবেই। তাই এই কাজটা করার জন্য চেষ্টা করবেন না।
দরকার তো নেই। অপ্রয়োজনীয় কাজে নিজেকে লিপ্ত না করে বরং আপনি স্বাভাবিক অবস্থায় থাকুন। তবে এর জন্য কোনো দলিল নেই যে, এটা আদবের খেলাপ বা বেয়াদবি।
কিন্তু এ কাজ করাটা সুন্দর নয়। এর সঙ্গে উদ্দেশ্য জড়িত থাকতে হবে। যদি উদ্দেশ্য খারাপ হয়, তাহলে তো এটা খারাপ হবেই।