মুখে ত্বকে হওয়া ছোট ছোট কালো তিল দূর করার উপায় কী?

রূপচর্চা/বিউটি-টিপস December 13, 2016 1,233
মুখে ত্বকে হওয়া ছোট ছোট কালো তিল দূর করার উপায় কী?

মুখে অতিরিক্ত ছোট ছোট তিল হওয়া স্কিন ক্যান্সারের পূর্ব লক্ষণ। এর জন্য আপনি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তবে ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত এই তিলের দাগ কিছু প্রাকৃতিক উপায়ে কমানো যেতে পারে। এর জন্য গরম পানিতে আটার পেস্ট মুখে নিয়মিত লাগাতে পারেন। এছাড়া শসার রসও লাগাতে পারেন। এগুলো মুখের অতিরিক্ত তিলের দাগ হালকা করতে সহায়তা করে।


বাজারে ফ্রিকেলস আউট বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্লিচিং উপাদান দিয়ে তৈরি। ব্লিচিং উপাদান আমাদের ত্বকের জন্য বেশ ক্ষতিকর। তাই এই ক্রিমগুলো মুখের ত্বকে না লাগানো উচিত। এর পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা উচিত যেগুলো সত্যিই কার্যকরী ভূমিকা রাখে।


যা যা করতে পারেন :

১. প্রতিদিন টক দই ব্যবহার করতে পারেন।

২. কাঁচা দুধ দিয়ে মুখ মুছে নিতে পারেন।

৩. হালকা গরম মধু ব্যবহার করতে পারেন।

৪. অতিরিক্ত তিল অপসারণে লেবুর রস অনেক উপকারী এবটি উপাদান।

৫. বিভিন্ন ফলের প্যাক ব্যবহার করতে পারেন।

৬. চিনি ও লেবুর রসের স্ক্রাব ব্যবহার করতে পারেন।

৭. কাঁচা হলুদ ও তিলের গুড়ার পেস্ট ব্যবহার করতে পারেন।