প্রশ্ন : ইনকাম ট্যাক্স (আয়কর) দেওয়া কি শরিয়তের বিধানের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত?
উত্তর : অবশ্যই। ইনকাম ট্যাক্স এটি সরকারের অধিকার, রাষ্ট্রীয় অধিকার এবং নাগরিকের দায়িত্ব। সুতরাং এই ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেবেন, প্রতারণা করবেন, এটা হারাম। ইসলাম প্রতারণাকে হারাম করেছে। নবী (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ‘যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিল, ধোঁকার আশ্রয় নিল, সে আমাদের দলভুক্তই হবে না।’
সুতরাং আপনি যেহেতু নাগরিক, নাগরিক সুযোগ-সুবিধা নিচ্ছেন, সুতরাং নাগরিক হিসেবে আপনি ইনকাম ট্যাক্স প্রদান করবেন এবং প্রদান করাটা আপনার ওপর মূলত ওয়াজিব, বাধ্যতামূলক বিষয়। যদি কোনো কারণে প্রদান না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন, তাতে কোনো সন্দেহ নেই।