ব্রণের দাগ দূর করে দারুচিনি!

রূপচর্চা/বিউটি-টিপস December 12, 2016 1,054
ব্রণের দাগ দূর করে দারুচিনি!

ব্রণ দূর হলেও ত্বকে থেকে যায় ব্রণের কালচে দাগ। দারুচিনির ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে মাত্র ১৫ দিনেই দূর হবে ব্রণের দাগ! দারুচিনিতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।


জয়ফলে থাকা ভিটামিন বি ও ফলিক অ্যাসিড, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এবং মধুর অ্যামিনো অ্যাসিড দাগ দূর করে উজ্জ্বল রাখে ত্বক।


জেনে নিন কীভাবে দারুচিনির ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-


দারুচিনির একটি ছোট টুকরা গুঁড়া করুন। আধা চা চামচ জয়ফল গুঁড়া, আধা চা চামচ দারুচিনি গুঁড়া ও ১ চা চামচ মধু একসঙ্গে মেশান ভালো করে। ৩ থেকে ৫ ফোঁটা লেবুর রস দিয়ে নেড়ে নিন আরেকবার। মিশ্রণটি অতিরিক্ত শুকনা হলে সামান্য পানি অথবা দুধ মেশাতে পারেন।


মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন। ভেজা ভাব থাকতে থাকতেই ফেসপ্যাকটি লাগান ত্বকে।


আধা ঘণ্টা পর শুকিয়ে গেলে সামান্য পানি ছিটিয়ে স্ক্রাব করুন কয়েক মিনিট।


কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ঠাণ্ডা পানির ঝাপটা দিন ত্বকে। ত্বক মুছে নিন ভালো করে।


গোলাপজলে তুলা ভিজিয়ে চেপে নিন ত্বকে।


প্রাকৃতিকভাবে শুকাতে দিন গোলাপজল। শুকিয়ে গেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।


যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারা ফেসপ্যাকটি ব্যবহার করার আগে হাতের ত্বকে লাগিয়ে দেখবেন জ্বলুনি হয় কিনা। ত্বকে লাগানোর পরও যদি জ্বলুনি শুরু হয় তবে সঙ্গে সঙ্গে ধুয়ে বরফের টুকরা ঘষে নেবেন।


তথ্য: বোল্ডস্কাই