জীবনচক্রের নিয়মে প্রথমে আমাদের শৈশব তারপর কৈশোর, এরপর যৌবন শেষে বৃদ্ধাবস্থায় পৌঁছাতে হয়। এটাই জীবন চক্র, স্বাভাবিকভাবে এ চক্রকে আমাদের মেনে নিতে হয়।
বয়স ত্রিশ পার হতে না হতেই আমাদের মুখে বয়সের ছাপ বা বলিরেখা পড়ে। শুরু হয় নতুন চিন্তা 'আমাকে আইবুড়ো দেখাচ্ছে না তো'?
জীবর চক্রের নিয়ম মেনে নিয়ে বসে থাকলে তো চলবে না। গবেষকরা বয়স লুকাতে ও বলিরেখা ঢাকতে প্রাকৃতিক উপকরণে তৈরি একটি মিশ্রণের কথা বলেছেন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে কেবল আপনার ত্বকের বলিরেখাই দূর হবে না, কমবে ব্রণের সমস্যাও।
নিম্নে ওই মিশ্রণ তৈরির উপকরণ ও প্রস্তুত প্রণালী দেয়া হল :
উপকরণ : এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ টক দই, এক চা চামচ খাঁটি মধু।
প্রস্তুত প্রণালি ও ব্যবহার
হলুদ গুঁড়ো ও টক দই ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মধু যোগ করুন।
মিশ্রণটি মুখে, গলায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন ভালো ফল পাবেন।
সাবধানতা : এই মিশ্রণটি যখন ব্যবহার করবেন, ঠিক তখনই তৈরি করুন। আগে তৈরি করে রাখলে এতে ক্ষতিকারক ব্যকটেরিয়া জমতে পারে, যা আপনার স্কিনের জন্য কখনোই মঙ্গল নয়।