সাধারন জ্ঞানের আসর - ২৪তম পর্ব

সাধারণ জ্ঞান December 11, 2016 1,615
সাধারন জ্ঞানের আসর - ২৪তম পর্ব

১৷ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ >>> আফ্রিকা।


২। প্রাচীরের দেশ >>> চীন।


৩। আফ্রিকার কিং >>> ইথিওপিয়া।


৪। চীনের নীলনদ >>> ইয়াংসিকিয়াং।


৫। হলদে নদী >>> হোয়াংহো।


৬। সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার >>> ইউক্রেন।


৭। প্রাচ্যের ভেনিস >>> ব্যাংকক।


৮। পবিত্র পাহাড় >>> ফুজিয়ামা।


৯। সূর্যোদয়ের দেশ >>> জাপান।


১০। ভূমিকম্পের দেশ >>> জাপান।