শীতের শুরুতে ত্বকের হাজার ঝামেলা হয়। কখনো ঠোঁট ফাটা, কখনো কালো ছোপ পড়ে ত্বক নির্জীব দেখানো, তো কখনো অ্যাকনে বা সাদা দাগের সমস্যা।
বিউটিশিয়ান অম্বিকা পিল্লাই জানাচ্ছেন, আমাদের ত্বকের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাভির। সারাবছর নিয়মিত নাভির যত্ন নিলে রেহাই পেতে পারেন ত্বকের নানা সমস্যা থেকে। জেনে নিন এমনই কিছু টোটকা।
* সাদা ছোপ, ব্রণ: ত্বকে ব্রণ, সাদা দাগের সমস্যা থাকলে নাভিতে লাগান নিম তেল।
* ফাটা ঠোঁট: শীতকালে নিয়মিত নাভিতে সর্ষের তেল লাগালে ফাটা ঠোঁটের সমস্যা হবে না।
* সর্দি, জ্বর: ঠান্ডা লেগে সর্দি, জ্বর হলে অ্যালকোহলে তুলা ভিজিয়ে নাভিতে দিয়ে রাখুন। কমে যাবে।
* মেনসট্রুয়াল যন্ত্রণা: তুলা ব্র্যান্ডিতে ভিজিয়ে নাভিতে রাখুন। কমে যাবে ঋতুর ব্যথা।
* উজ্জ্বল ত্বক: দাগহীন, সুন্দর, উজ্জ্বল ত্বক কে না পেতে চায়? নিয়মিত নাভিতে আমন্ড অয়েল লাগালে পেতে পারেন উজ্জ্বল ত্বক।
* শুষ্ক ত্বক: গোটা শীতকাল নাভিতে ঘি লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।
* লেমন তেল: ত্বক, কালো নির্জীব দেখালে নাভিতে লেমন অয়েল লাগান।
সূত্র: আনন্দবাজার