প্রশ্ন : পথে পাওয়া টাকা কি নিজের প্রয়োজনে ব্যয় করা যাবে?
উত্তর : না, পথে পাওয়া টাকা নিজের প্রয়োজনে ব্যয় করা যাবে না। মসজিদেও দেয়া যাবে না। পথে পড়ে থাকা টাকা, স্বর্ণ, রুপা বা মূল্যবান কোনো সম্পদ না ধরাই ভালো। যার সম্পদ সে নিজেই খুঁজে নেবেন। তবে কেউ উঠিয়ে নিলে তা মসজিদে দিতে পারবে না।
তার জন্য করণীয় হবে- প্রাপ্ত সম্পদ আড়াই ভরি রুপার মূল্যের কম হলে প্রাপ্তিস্থানে এবং আশপাশের লোকসমাবেশে মনের সন্দেহ দূর হওয়া পর্যন্ত টাকাপ্রাপ্তির ঘোষণা দেবে। আড়াই ভরি রুপা, তার সমমূল্য বা অধিক মূল্যের সম্পদ হলে পূর্ণ এক বছর ষোষণা দিতে হবে।
এরপরও প্রকৃত মালিক পাওয়া না গেলে টাকা বা সম্পদের মালিকের নামে গরিব অসহায় ব্যক্তিকে সদকা করা যাবে। প্রাপক গরিব হলে নিজের প্রয়োজনেও তা ব্যয় করতে পারবে।
সর্বাবস্থায় মালিক উপস্থিত হয়ে নিজের টাকার দাবি করলে বা সদকার অনুমতি না দিলে, তার টাকা তাকে ফেরত দিতে হবে।
[রাদ্দুল মুহতার, খণ্ড : ৪, পৃষ্ঠা : ২৮৪; ফাতাওয়া মাহমুদিয়া, খণ্ড : ১৪, পৃষ্ঠা : ৪৩২]
তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর