স্মার্টফোনের টাচ স্ক্রিনের যত্ন নেবেন যেভাবে

মোবাইল টিপস December 9, 2016 2,118
স্মার্টফোনের টাচ স্ক্রিনের যত্ন নেবেন যেভাবে

সামান্য কারনেও টাচ স্ক্রিনের অনেক ক্ষতি হয়ে যায়। জেনে নিন কীভাবে ফোনের টাচস্ক্রিনের যত্ন নেবেন।


টাচস্ক্রিন ফোনে টাচ সিস্টেমটি নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে, টাচে জোরে চাপ দিয়ে কাজ করা। যা কখনো উচিত নয় ।


টাচস্ক্রিন মোবাইলের স্ক্রিনে পানি/ঘাম/তেল পড়লে এর টাচ এর কর্ম ক্ষমতা নষ্ট হয়ে যায় । আর মোবাইল জোরে ঝাঁকাবেন না ।


ধুলোবালিতে ফোন রাখলে টাচ এর স্পর্শকাতরতা কমে যায় । এতে এক পর্যায়ে টাচ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ।


রোদে/অতিরিক্ত তাপে ফোন ব্যবহার করলে টাচ এর মারাত্মক ক্ষতি হয় । মোবাইলের টাচ কে রক্ষা করার জন্য পাতলা স্ক্রিনপেপার ব্যবহার করতে পারবেন । কেননা, স্ক্রিনপেপার ব্যবহারে টাচ এ সহজে দাগ ও ময়লা পড়ে না।


টাচ পরিস্কার করার জন্য সাবান,পানি কিংবা কোনো ধরণের দ্রবণ ব্যবহার করা যাবে না । পরিস্কার করার জন্য নরম কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে । টাচ পরিস্কার করার সময় অবশ্যই মোবাইল ফোন বন্ধ করে পরিস্কার করতে হবে ।


মোবাইল যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। কেননা, এতে আপনার টাচস্ক্রিন ফেটে যেতে পারে ।


ফোনের পর্দায় পানি পড়লে সাথে সাথে ফোনটি বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন। ভেজা অবস্থায় ফোন চালু করতে যাবেন না ।


এসব নিয়ম মেনে চললে টাচ সিস্টেম দীর্ঘদিন টেকসই হবে।