মেয়েদের পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ?

ইসলামিক শিক্ষা December 8, 2016 2,314
মেয়েদের পায়ে মেহেদি দেওয়া কি জায়েজ?

প্রশ্ন : আমার প্রশ্ন হচ্ছে, মেয়েরা পায়ে মেহেদি দিতে পারবে কি না?


উত্তর : জি হ্যাঁ। মেয়েরা পায়ে মেহেদি দিতে পারবে। মেহেদি পায়ে দেওয়াও জায়েজ, মাথায় দেওয়াও জায়েজ, হাতে দেওয়াও জায়েজ। মেহেদি শুধু সৌন্দর্যের বিষয়। অতিরিক্ত আর কিছুই না।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন