চুলের বৃদ্ধি ও রুক্ষতা দূরে হেয়ার প্যাক

রূপচর্চা/বিউটি-টিপস December 8, 2016 1,023
চুলের বৃদ্ধি ও রুক্ষতা দূরে হেয়ার প্যাক

প্রাণহীন ও ভেঙে যাওয়া চুল বাড়তে চায় না সহজে। ডিম, কলা, লেবু, দুধ ও কমলার রসের তৈরি চমৎকার একটি হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে। বাড়তেও শুরু করবে দ্রুত।


সপ্তাহে একদিন এটি চুলে লাগাবেন। এক মাসের মধ্যেই ধরতে পারবেন পার্থক্য! জেনে নিন কীভাবে হেয়ার প্যাক তৈরি ও ব্যবহার করবেন-


ধাপ ১

একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে ফেটিয়ে নিন ভালো করে।


ধাপ ২

আরেকটি পাত্রে অর্ধেকটা পাকা কলা নিয়ে চটকে নিন।


ধাপ ৩

ডিমের সাদা অংশ, পাকা কলার পেস্ট ও ১ চা চামচ কমলার রস একসঙ্গে মেশান।


ধাপ ৪

মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস ও ১ চা চামচ দুধ মেশান। চুলের ধরন অতিরিক্ত শুষ্ক হলে আরও খানিকটা কলা মেশান।


ধাপ ৫

মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন।


ধাপ ৬

কয়েকটি ভাগে ভাগ করে নিন চুল। ব্রাশের সাহায্যে মিশ্রণটি লাগান চুলে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগাবেন।


ধাপ ৭

হেয়ার প্যাক লাগানো শেষ হলে ফয়েল পেপার দিয়ে চুল মুড়িয়ে নিন। ফয়েল পেপার হাতের কাছে না থাকলে চুল উঁচু করে বেঁধে শাওয়ার ক্যাপ পরুন।


ধাপ ৮

হেয়ার প্যাকটি ১ ঘণ্টা চুলে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


সূত্রঃ বাংলা ট্রিবিউন