স্মার্টফোনে গোপনে নজরদারি বন্ধ করার উপায়!

মোবাইল টিপস December 5, 2016 1,630
স্মার্টফোনে গোপনে নজরদারি বন্ধ করার উপায়!

আমার বাসস্থান ও যাতায়াত বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করে গুগল। এটি কিভাবে বন্ধ করব?


উত্তর : আইফোন থেকে এটি বন্ধ করতে হলে Settings >> Privacy >> Location Services >> System Services >> Frequent Locations- এ যান। এরপর সেখান থেকে ফিচারটি off করে দিন।


এছাড়া সেখানেই "Clear History" ক্লিক করে হিস্টোরি মুছে ফেলুন।


অ্যান্ড্রয়েড থেকে এটি বন্ধ করতে চাইলে Setting >> Google >> Location >> Google Location History-এ যান। সেখান থেকে এটি বন্ধ করে দিন।