v অন্যসময় ছিনতাইকারীরা টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিয়েও আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারেনি। অথচ তারা এখন আপনাকে ঠাণ্ডা পানিতে গোসল করানোর হুমকি দিয়ে আপনার কাছ থেকে টাকা-পয়সা আদায় করে নিতে পারছে!
v গরমের দিনে উদাম গায়ে হেঁটে, সবাইকে আপনার হূত্বিক রোশনের মতো বডিটা দেখিয়ে ভাব নিতে পারলেও শীতের দিনে আপনি এ সুযোগটা পাবেন না!
v শীতকালে আপনি এক সাপ্তাহ গোসল না করে থাকতে পারবেন, কিন্তু একদিন ও বডি স্প্রে ব্যবহার না করে থাকতে পারবেন না। ঘনঘন বডি স্প্রে ব্যবহার করার ফলে আপনার খরচ বেড়ে যাবে।
v শীতকালে আপনি আগের মতো ডজন ডজন সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে পারবেন না। কারণ সেলফি তোলার সময় আপনি হাসি দিতে গেলে আপনার ফেটে যাওয়া ঠোঁটে ব্যথা পাবেন!
v গরমের সময় আপনি নিজেকে স্মার্ট বলে ঘোষণা দিলেও শীতের সময় লোকজন আপনাকে ক্ষেতলোক হিসেবে ঘোষণা দিবে! কারণ আপনি এখন একসঙ্গে চার-পাঁচটা জামা পরে হাঁটেন!