মহানবী (সা.) কি কোনো নির্দিষ্ট দিনে নখ কেটেছেন?

ইসলামিক শিক্ষা December 2, 2016 1,390
মহানবী (সা.) কি কোনো নির্দিষ্ট দিনে নখ কেটেছেন?

প্রশ্ন : আমার প্রশ্ন হলো, মহানবী (সা.) কোন দিন তাঁর নখ কেটেছেন?


উত্তর : মহানবী (সা.) কোন দিন তাঁর নখ কেটেছেন, সে মর্মে সহিহ রেওয়ায়েত পাওয়া যায়নি। বিভিন্ন রেওয়ায়েতের যে উল্লেখ করা হয়ে থাকে, সেগুলোর মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে।


আমরা যেকোনো দিন কাটতে পারি। মহানবী (সা.) সুনির্দিষ্ট দিবসে কেটেছেন মর্মে যে বক্তব্য দেওয়া হয়ে থাকে, সেটি শুদ্ধ নয়। অর্থাৎ কোনো নিষিদ্ধ দিবস নেই।