মোবাইলের স্ক্রিনে থাকা কোরআন শরিফ অজু ছাড়া স্পর্শ করে পড়া যাবে?

ইসলামিক শিক্ষা December 2, 2016 2,957
মোবাইলের স্ক্রিনে থাকা কোরআন শরিফ অজু ছাড়া স্পর্শ করে পড়া যাবে?

প্রশ্ন : মোবাইলের স্ক্রিনে থাকা কোরআন শরিফ অজু ছাড়া স্পর্শ করে পড়া যাবে?


উত্তর : কোরআন শরিফ অজু করে পড়াই উত্তম। তবে কোনো কারণে মোবাইল স্ক্রিনে থাকা কোরআন শরিফ ধরলে বা পড়লে অসুবিধা হবে না।


[রাদ্দুল মুহতার, খণ্ড : ১, পৃষ্ঠা : ৩৮৪; হিদায়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৬৪]


সূত্রঃ দৈনিক যুগান্তর