শিক্ষক : তোমরা প্রতিদিন নিয়মিত খেলাধুলা করবে। এতে শরীর ও মন- দু’টোই সতেজ থাকবে।
শিমুল : স্যার, আমি প্রতিদিন ক্রিকেট, ফুটবল এবং টেনিস খেলি।
শিক্ষক : গুড বয়। সাব্বাশ। তা তুমি প্রতিদিন কয় ঘণ্টা করে খেলো?
শিমুল : স্যার, মোবাইলের চার্জ শেষ না হওয়া পর্যন্ত।