বিশ্বের নানা দেশের নিষিদ্ধ ১০ খাবার, যা আপনার বিশ্বাস নাও হতে পারে!

জানা অজানা December 1, 2016 1,767
বিশ্বের নানা দেশের নিষিদ্ধ ১০ খাবার, যা আপনার বিশ্বাস নাও হতে পারে!

বিশ্বের নানা দেশে রয়েছে বহু নিষিদ্ধ খাবার। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু খাবারের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


১. সমুচা

সোমালিয়ায় সমুচা নিষিদ্ধ। মজাদার এ খাবারটি নিষিদ্ধ হওয়ার কারণটিও বেশ অদ্ভুত। দেশটির সন্ত্রাসী গোষ্টী ‘আল-শাবাব’-এর চিহ্নের সঙ্গে মিলে যায় সমুচার চেহারা। আর এ কারণেই ২০১১ সালে এটি নিষিদ্ধ করা হয়।


২. টমেটো কেচাপ

ফ্রান্সের এলিমেন্টারি স্কুলে টমেটো কেচাপ নিষিদ্ধ। এর কারণ হিসেবে জানা যায়, ফরাসী খাবারের স্বাদ যেন পরিবর্তিত হয়ে না যায়।


৩. কিন্ডার এগস

বিশাল আকারের চকলেট কিন্ডার এগস নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে। মূলত স্বাস্থ্যগত সচেতনতার জন্যই ১৯৩৮ সালে এটি নিষিদ্ধ করা হয়।


৪. চুইং গাম

সিঙ্গাপুরে চুইং গাম নিষিদ্ধ। মানুষ চুইং গাম চিবুনোর পর তা যেখানে সেখানে ফেলে পরিবেশ নোংরা করে বিধায় এটি নিষিদ্ধ করা হয় ১৯৯২ সালে।


৫. জেলি মিনি কাপস

ইউরোপিয় ইউনিয়নে মজাদার জেলি মিনি কাপস নিষিদ্ধ। এতে থাকা ই৪২৫ উপাদানটির জন্যই এটি নিষিদ্ধ। এ উপাদানটি স্বাস্থ্যের ক্ষতি করে।


৬. ঘোড়ার মাংস

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ঘোড়ার মাংস নিষিদ্ধ। এটি সাংস্কৃতিক কারণেই নিষিদ্ধ বলে জানা যায়।


৭. কাঁচা দুধ ও ডেইরি

যুক্তরাষ্ট্রের ২২টি রাজ্যে ও কানাডায় কাঁচা দুধ ও ডেইরি পণ্য বিক্রি করা নিষিদ্ধ। মূলত স্বাস্থ্যগত কারণেই এ নিষেধাজ্ঞা।


৮. হ্যাগিস

স্কটল্যান্ডের বিখ্যাত এ খাবারটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। এটি মূলত ভেড়ার হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসের সঙ্গে বিভিন্ন মসলা মিশিয়ে তৈরি করা হয়।


৯. গরুর মাংস

ভারতের বহু স্থানে ধর্মীয় কারণে গরুর মাংস নিষিদ্ধ।


১০. শুকরের মাংস

বিশ্বের বহু মুসলমান দেশে ধর্মীয় কারণে শুকরের মাংস নিষিদ্ধ।