মৃত ব্যক্তির নামে কোরবানির হুকুম কী?

ইসলামিক শিক্ষা November 30, 2016 1,062
মৃত ব্যক্তির নামে কোরবানির হুকুম কী?

প্রশ্ন : মৃত ব্যক্তির নামে কোরবানির হুকুম কী?


উত্তর : মৃত ব্যক্তির নামে কোরবানি করা জায়েজ। এতে মৃত ব্যক্তির রূহে সওয়াব পৌঁছে। তবে জীবিত ব্যক্তির ওপর ফরজ হয়ে থাকলে, নিজের নামে না করে বাবা-মা বা অন্য কারো নামে অথবা মৃত ব্যক্তির নামে করলে নিজের ওপর অর্পিত ফরজ আদায় হবে না বরং ফরজ কোরবানি আদায় না করার গুনাহ হবে।


[কেফায়াতুল মুফতি, খণ্ড : ৮, পৃষ্ঠা : ২০৮; ফাতাওয়া মাহমুদিয়া, খণ্ড : ১৭, পৃষ্ঠা : ৩৩০]


সূত্রঃ দৈনিক যুগান্তর