আবার জানতে সমস্যা কী?

মজার সবকিছু November 29, 2016 1,276
আবার জানতে সমস্যা কী?

এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি জানেন না, আবার জানলেও দ্বিতীয়বার জানায় কোনো অসুবিধা নেই! তেমনই কিছু বিষয় এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে।


১. ৩০০ টাকার ৭০% ডিসকাউন্টে ৯০ টাকা হলেও পথেঘাটে এনার্জি বাল্ব বিক্রেতাদের আপনি ঠিকই ১০০ টাকা দিয়ে বাকি ১০ টাকা ঠকে আসছেন!


২. 'চিনি'র ইংরেজি কখনো ‘Sugar’, আবার কখনো কিন্তু ‘Know’ও হয়!


৩. ‘বেদানা’য় কোনো ‘দানা’ থাকবে না শুনতে অনেকটা এমন মনে হলেও আসলে ‘বেদানা’ কিন্তু ‘দানা’য় ভরা থাকে!


৪. ‘ডাল’ খাওয়া পুষ্টিকর হলেও ‘গাছের ডাল’ আপনি কখনোই খেতে পারবেন না!


৫. বাংলায় 'ফুল' মানে ইংরেজিতে 'ফ্লাওয়ার' হলেও ইংরেজির 'Full' বা 'Fool' কখনোই ফুল এর সমগোত্রীয় কিছু বুঝায় না!


৬. 'সবুজ চা' নামে সবুজ হলেও রঙের দিক থেকে মোটেও সবুজ হয় না!


৭. 'ফিস' মানে 'মাছ' হলেও 'ফিসফিস' মানে 'মাছ মাছ' নয়, এর অর্থ গুনগুনিয়ে বা কানের কাছে গিয়ে আস্তে আস্তে কথা বলা!


৮. যে গ্রামে যেতে গাড়িঘোড়া কিংবা হাঁটার কোনো প্রয়োজন পড়ে না সেই গ্রামের নাম ইনস্ট্রাগ্রাম!