প্রশ্ন : গোসলের পর নামাজের জন্য অজু করা লাগবে কিনা?
উত্তর : গোসলের দ্বারাই পবিত্রতা অর্জন হয়। তাই গোসলের পর অজু ভঙ্গ নাহলে নামাজের জন্য অজুর কোনো প্রয়োজন নেই। বরং গোসলের পর অজু করা অনর্থক ও অপচয়ের শামিল। তবে ফরজ গোসলের আগেই অজু করা সুন্নত। (মিশকাত ১/৪৮, মাহমুদিয়া ২৮/১১৬)।
তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর