ফটো সোর্সঃ গুগল সার্চ
ক্রিস গেইল, বোলারদের নাস্তানাবুদ করে একের পর ছয়-চার হাঁকান তিনি! বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলেন গেইল। করেন একের পর এক সেঞ্চুরি। বিপিএল খেলতে গেইল এখন বাংলাদেশে।
‘মজার সবকিছু’ বিভাগ এই হার্ডহিটার, ড্যাশিং ব্যাটসম্যানের অজান্তেই একটি একান্ত সাক্ষাৎকার নিয়েছে! সাক্ষাৎকারে নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছেন ‘মজার সবকিছু’ বিভাগের এ রম্য প্রতিবেদক!
প্রশ্ন : কেমন আছেন, গেইল?
গেইল : হট আছি!
প্রশ্ন : হট মানে! কিসের হটে আছেন? এখন তো বাংলাদেশে শীত। গরম পেলেন কোথায়?
গেইল : এই হট সেই হট না মিয়া! প্রতিনিয়তই বোলারদের মাইর দেওয়া আর সেঞ্চুরি করার হটে আছি আর কি!
প্রশ্ন : আচ্ছা! তা যা এক কাণ্ড ঘটিয়ে চলেছেন! কীভাবে এত চার-ছয় হাঁকান আর সেঞ্চুরি করেন?
গেইল : পিডাইতে পিডাইতে চার-ছয় হাঁকাই আর কেমনে জানি সেঞ্চুরি হয়ে যায়!
প্রশ্ন : সে তো জানিই! সেঞ্চুরি করবেন, আগে থেকেই এরকম লক্ষ্য ঠিক করে রাখেন নাকি?
গেইল : সত্যি কথা বলতে কি, সেঞ্চুরি-টেঞ্চুরির দিকে আমার খেয়ালই থাকে না!
প্রশ্ন : বলেন কি! খেয়াল থাকে না?
গেইল: না, একদন খেয়াল থাকে না। আমার বাড়ি ফেরার তাড়া থাকে। তাই যত দ্রুত পারি ব্যাটিং শেষ করার চেষ্টা করি। এ সময়েই সেঞ্চুরি টেঞ্চুরি হয়ে যায়। নিশ্চয় জানেন, আমার বাড়িতে আমি সব সময় পার্টি নিয়ে ব্যস্ত থাকি!
বন্ধুদের সাথে পার্টি মিস করতে চাই না, তাই দমাদম বল শুধু পিটাই। তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরে- পার্টি পার্টি পার্টি!
তথ্যসূত্রঃ এনটিভি অনলাইন