ভারতের টুহুইলার উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজাজ অটোমোবাইলস। অতি সম্প্রতি বাজাজ ঘোষণা করেছে আগামী বছরের শুরুতেই পালসার সিরিজে যোগ হচ্ছে নতুন কিছু বাইক। এর মধ্যে কয়েকটি বাজারে বাজাজের বিভিন্ন শোরুমে প্রদর্শন করা হচ্ছে।
বাজাজ পালসার সিরিজের নতুন বাইকগুলোর টিজার প্রকাশ করেছে। এসব টিজারে দেখা গেছে, নতুন পালসারে বিশেষ প্রযুক্তির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এগুলো যেমন জ্বালানি সাশ্রয়ী তেমনি শক্তিশালী। বাইকগুলোর গ্রাফিক্সেও পরিবর্তন আনা হয়েছে।
পালসারের বেশ কয়েকটি সিরিজ ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে পালসার সিরিজের তিনটি বাইক। বাজাজ পালসার সিরিজের মধ্যে আগে থেকেই বাজারে পাওয়া যাচ্ছে পালসার ১৩৫, পালসার ১৫০, পালসার ২০০। এবার এই সিরিজে যোগ হচ্ছে পালসার ২২০ এফ, পালসার ১৮০।