কাঁটা গলায় আটকে গেছে

বন্ধু কৌতুক November 26, 2016 1,992
কাঁটা গলায় আটকে গেছে

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে....


হাবু : গলায় কাঁটা বিঁধছে।


ডাবু : ক্যামনে?


হাবু : ইলিশ আর পান্তা একলগে গিলছিলাম। তয় পান্তা পেটে চলে গেছে। মাগার কাঁটা গলায় আটকে গেছে।


ডাবু : দাঁড়া ফেসবুকে পোস্ট করে দিতাছি।


হাবু : আগে ক অহন কি করব?


ডাবু : একটা বিলাই খাইয়া ফ্যাল ও সব কাঁটা খেয়ে ফেলবে।