মাজারে সেজদা করা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা November 26, 2016 1,443
মাজারে সেজদা করা কি জায়েজ?

প্রশ্ন : আমি অনেক লোককে দেখি, মাজারে গিয়ে কবরে সেজদা দিতে। এই কবরে সেজদা দেওয়া কি জায়েজ?


উত্তর : প্রশ্নই আসে না। সেজদা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।


আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা রুকু করো এবং সেজদা করো’। সেজদা তো আল্লাহ তায়ালার জন্য। সুতরাং এই সেজদা যদি কেউ কবরে দিয়ে থাকে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামীনের হকটুকু নষ্ট করল।


তাই, এ কাজ মোটেও জায়েজ নয়; বরং এ কাজ শিরকী কাজ। কেউ যদি করে থাকে তাহলে সে শিরকে লিপ্ত হলো। কারণ সেজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন