সাধারন জ্ঞানের আসর - ১৩তম পর্ব

সাধারণ জ্ঞান November 25, 2016 1,465
সাধারন জ্ঞানের আসর - ১৩তম পর্ব

1) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?

উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।


2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

উঃ- সংবিধান।


3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?

উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।


4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উঃ- ভারত।


5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?

উঃ- আমেরিকা।


6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?

উঃ- ২৩ মার্চ, ১৯৭২।


7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?

উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।


8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?

উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।


9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?

উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।


10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?

উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।


তথ্যসূত্রঃ ইন্টারনেট