আজরাইল আইসা গেছে

মাতাল কৌতুক November 23, 2016 4,011
আজরাইল আইসা গেছে

পাগল : একটা জিনিস লক্ষ্য করেছিস? জ্ঞানী-গুণীরা ইচ্ছা করেই আমাদের আয়ু কমিয়ে দিয়েছে!

মাতাল : কেমনে?

পাগল : মনে কর ৭ দিনে এক সপ্তাহ করছে, ৩০ দিনে এক মাস করছে, ৩৬৫ দিনে এক বছর! ক্যান, ১৪ দিনে এক সপ্তাহ, ৯০ দিনে এক মাস, ১২০০ দিনে এক বছর করলে কী ক্ষতি হতো? আমরা কতো দিন বাঁচতাম তাইলে!

মাতাল : হ্যাঁ, ঠিকই কইছোস! এক্কেবারে হাঁছা কথা।

মাতাল : আহ! তোদের হিসাব শুইনা মনে হইতেছে আমার আজরাইল মনে হয় আইসা গেছে।