মুঠোর মধ্যে রেলগাড়ি

মাতাল কৌতুক October 7, 2017 3,132
মুঠোর মধ্যে রেলগাড়ি

দুই মাতাল রাতে বাসায় ফিরছে। হঠাৎ একজন ডানহাত মুঠো করে ধরে পাশের জনকে দেখিয়ে বলে-


১ম মাতাল : ক তো দেহি, আমার হাতের মুডায় কী আছে?


২য় মাতাল : রেলগাড়ি।


১ম মাতাল চমকে গেল। হাতের মুঠো ভালো করে চেক করে বলল-


১ম মাতাল : খেলমু না, তুই দেখছোস।