বিল্ডিংটা নড়ে কেন

মাতাল কৌতুক November 23, 2016 3,402
বিল্ডিংটা নড়ে কেন

এক লোক একদিন অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে বাড়ি এসে দরজার তালা খোলার চেষ্টা করছে। কিন্তু তার হাত কেঁপে বারবার চাবি নিচে পড়ে যাচ্ছে। তখন এক পথচারী এসে বলল-

পথচারী : ভাই আমি কি আপনার তালাটা খুলে দেবো?

মাতাল : আরে ভাই তালা তো আমিই খুলতে পারবো। আপনি শুধু বিল্ডিংটা ধরে রাখুন যাতে না নড়ে।