গ্রাহকদের ভয়েস কল সুবিধা দেবে বিটিআরসি

BTRC News November 22, 2016 2,582
গ্রাহকদের ভয়েস কল সুবিধা দেবে বিটিআরসি

সময়মতো ফোন কল ধরতে না পারা গ্রাহকদের জন্য ভয়েস মেইল সুবিধা নিয়ে আসছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।


আগামী দু-এক সপ্তাহের মধ্যে এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।


মঙ্গলবার বিকেলে রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে মোবাইল নেটওয়ার্কের সেবার মান নিয়ে গণশুনানিকালে একথা জানান বিটিআরসি চেয়ারম্যান।


তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় কেউ আপনাকে ফোন করল। তখন আপনি মিটিং কিংবা ভিন্ন কোনো কাজে ব্যস্ত আছেন। এজন্য ভয়েস মেইল পদ্ধতি আনা হচ্ছে।


এর ফলে আপনারা ২০টা পর্যন্ত ভয়েস মেইল পাঠাতে পারবেন এবং এর খরচ ধরা হবে খুবই সামান্য। এটা নিয়ে কাজ চলছে। আগামী ২-১ সপ্তাহের মধ্যে এ সেবা চালু করা যাবে।’ -রাইজিংবিডি