ছাগলের ডিম

শিক্ষক-ছাত্র কৌতুক November 22, 2016 1,896
ছাগলের ডিম

শিক্ষক : মনে করো একটা আম গাছে ১৬টা কলা আছে। সেখান থেকে ১৩টা জাম্বুরা পেড়ে নেয়া হলো। গাছে কয়টা লেবু বাকি থাকবে?


ছাত্র : ৯টা হাতি।


শিক্ষক : বাহ! তুমি কীভাবে জানলে?


ছাত্র : কারণ, আমি দুপুরে ছাগলের ডিম দিয়ে ভাত খাইছি।